কংগ্রেসের গোপন ছক বানচাল! বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরকে আবার অশান্ত করার চেষ্টা করছে কংগ্রেস।

author-image
Tamalika Chakraborty
New Update
chhattishgarh cm.JPG

নিজস্ব সংবাদদাতা:  ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই বলেছেন, "কেন্দ্র  জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫A ধারা সরিয়ে দেওয়ার পর সেখানে শান্তি বিরাজ করছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ৭০% কমেছে।  সেখানে পর্যটন বেড়েছে। ৩৭০ এবং ৩৫A ধারা পুনরুদ্ধারের পক্ষে গতকাল বিধানসভায় যেভাবে প্রস্তাব আনা হয়েছিল তা নিন্দনীয় মার্শালদের দ্বারা বিধানসভা থেকে বের করে দেওয়া গণতন্ত্রের হত্যাকাণ্ড। এটা মেনে নেওয়া হবে না। কংগ্রেস আবার জম্মু-কাশ্মীরে অশান্তি সৃষ্টি করতে চাইছে। কিন্তু তা কখনোই সফল হবে না।"

jk assembly 1