নিজস্ব সংবাদদাতা : এক পাকিস্তানি মহিলাকে আজ ফের একবার তার দেশে ফিরিয়ে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। মূলত মানবিকতার খাতিরেই এই সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। এ বিষয়ে বিএসএফ জানিয়েছে, ''হুমরা নামের এক পাকিস্তানি মহিলা গত ১৭ই মার্চ, ২০২৫-এ অনুপগড় সেক্টরে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন।
/anm-bengali/media/media_files/2025/02/14/uCkd7pu0W47VMkNGjvQL.jpg)
তাকে BSF আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়। যাবতীয় তদন্তের পর, আজ অনুপগড় সীমান্ত দিয়ে তাকে পাকিস্তান রেঞ্জার্সের হাতে তুলে দেওয়া হয়েছে।''