মৌলবাদীদের সতর্ক করা হল! পরিস্থিতি সামাল দিতে কড়া বার্তা সেনা প্রধানের
'সর্প দোষ' কাটাতে জিভ ও ঠোঁট কেটে নিজের সাত মাসের মেয়েকে বলি! মাকে মৃত্যুদণ্ড দিল আদালত
যৌন হেনস্তার অভিযোগ! তিন রাজ্যে তল্লাশি চালিয়ে গ্রেফতার অভিযুক্ত
পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! পুলিশের এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের
শয়ে শয়ে রোগী দাঁড়িয়ে রয়েছে রাস্তায়! ইজরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেল গাজায় অবশিষ্ট হাসপাতালটিও
জম্মু ও কাশ্মীরে জঙ্গি মদত দিচ্ছে পাকিস্তান! ভারতীয় সেনাবাহিনীর হাতে এল বড় প্রমাণ
আদালতের কাছে বিশেষ আবদান মুম্বই হামলার মাস্টার মাইন্ড তাহাব্বুর রানার! শুনলে অবাক হয়ে যাবেন
ভূমিকম্পে মায়ানমারে শুধু হাহাকার! তারমধ্যেই দেশটির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করল মার্কিন প্রশাসন
আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল তালিবান সরকার! তীব্র উদ্বেগ রাষ্ট্রসংঘের

মেরে ফেল আমাকে..., মেয়েকে বলেছিলেন মা!

বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। মেয়ের হাতে মা খুন। নীল ব্যাগে দেহ।

author-image
Pritam Santra
New Update
murder

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের বেঙ্গালুরুর মাইকো লেআউট পুলিশ স্টেশন। ১২ জুন সকালে সব পুলিশ সদস্য থানায় ডিউটিতে ছিলেন। এরপর একটি অটো থানার সামনে এসে থামে। সেখান থেকে বেরিয়ে আসেন এক মহিলা। তার হাতে একটি নীল ট্রলি ব্যাগ ছিল। ওই মহিলা ব্যাগ নিয়ে সরাসরি থানায় প্রবেশ করেন। পুলিশ ভেবেছিল যে এই মহিলা সম্ভবত এফআইআর দায়ের করতে এসেছেন। কিন্তু তখন ওই মহিলা পুলিশকে জানান, তার নাম সোনালি সেন। তিনি একজন ফিজিওথেরাপিস্ট। পুলিশ যখন তাকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করে, তখন মহিলাটি জানান যে সে তার মাকে হত্যা করেছে। এ কথা শুনে পুলিশ সদস্যরা ভেবেছিলেন, হয়তো ওই নারী মানসিকভাবে অসুস্থ। অথবা মজা করছেন। কিন্তু ওই মহিলা আবার বলেছিলেন যে তিনি তার মাকে হত্যা করেছেন এবং ব্যাগে তার দেহ রয়েছে। এ কথা শুনে পুলিশ সদস্যরা বিস্মিত হয়ে ওঠেন। মহিলা ব্যাগটি খোলার সাথে সাথেই তিনি দেখতে পান যে এর ভিতরে সত্যিই একজন বয়স্ক মহিলার দেহ রয়েছে। সেখানে এক বৃদ্ধের ছবিও ছিল। সোনালি জানান, এটি তার বাবার ছবি। "আমার মা বারবার আমাকে মেরে ফেলতে বলছিলেন। এ জন্যই আমি হত্যা করেছি", মহিলার এই বক্তব্য শুনে পুলিশ বিশ্বাস করতে পারেনি। প্রতিদিনের ঝগড়ায় বিরক্ত হয়ে সোনালি তার চাকরি ছেড়ে দেন যাতে তিনি বাড়ির ঝগড়া থামাতে পারেন। কিন্তু তা সত্ত্বেও তার মা ও শাশুড়ির মধ্যে টানাপোড়েন জারি ছিল। রবিবারও কিছু ছোট খাটো বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয়। এরপর সোনালি ও তার স্বামী দুজনকেই শান্ত করেন। সোনালির স্বামী তার মাকে বোঝাতে শুরু করে, আর সোনালী তার মাকে বোঝাতে শুরু করে। তখন সোনালীর মা তাকে বলেন, 'তুই আমাকে মেরে ফেল। তবেই এই অশান্তি শেষ হবে এবং তোর জীবন ঠিক হয়ে যাবে।'