আল্লু অর্জুনের বাড়িতে হামলার চেষ্টা, বাসভবনে এসে পৌঁছল আইনি দল

চলছে তদন্ত।

author-image
Adrita
New Update
মেধাবী নার্সিং পড়ুয়ার পাশে দাঁড়ালেন আল্লু অর্জুন

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অভিনেতা আল্লু অর্জুনের আইনি দল হায়দ্রাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে পৌঁছেছে। 

উল্লেখ্য, হায়দ্রাবাদের ডিসিপি পশ্চিম জোনের মতে, গতকাল সন্ধ্যায় হাতে প্ল্যাকার্ড নিয়ে কিছু ব্যক্তি হঠাৎ জুবিলি হিলসে অভিনেতা আল্লু অর্জুনের বাসভবনে ছুটে আসে এবং স্লোগান দিতে শুরু করে। তাদের মধ্যে একজন কম্পাউন্ডে উঠে টমেটো ছুঁড়তে শুরু করে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। নিরাপত্তা কর্মীরা আপত্তি জানালে এবং তাদের দেওয়াল থেকে নেমে যেতে রাজি করালে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

পরবর্তীতে তারা দেওয়াল বেয়ে নেমে নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং র‌্যাম্পের পাশে রাখা কিছু ফুলের টব ভাঙচুর করে। এই ঘটনায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয় জয়েন্ট অ্যাকশন কমিটির (OU-JAC) অংশ বলে দাবি করা ৬ জনকে আটক করা হয়েছিল। তবে জুবিলি হিলসে অভিনেতা আল্লু অর্জুনের বাসভবনে ভাঙচুরকারী সেই ছয় অভিযুক্তকে আজ জামিন দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।