নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাতে চলেছে আসাম সরকার। সেই নিয়ে বিশেষ মন্তব্য করে টুইট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
/anm-bengali/media/media_files/0I2KUo17vZYx4hcxvR5x.jpg)
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, 'আমাদের সরকার ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাবে। এখন থেকে প্রতিটি সরকারি কর্মসূচিতে শুধু নিরামিষ ও সাত্ত্বিক খাবার পরিবেশন করা হবে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)