নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন, "২ ঘণ্টার জুম্মার বিরতি তুলে দিয়ে আসাম বিধানসভা উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দিয়েছে এবং ঔপনিবেশিক ব্যাগেজের আরও একটি চিহ্ন ঝেড়ে ফেলেছে। ১৯৩৭ সালে মুসলিম লীগের সৈয়দ সাদুল্লাহ এই প্রথা চালু করেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য স্পিকার বিশ্বজিৎ দইমারি এবং আমাদের বিধায়কদের প্রতি আমার কৃতজ্ঞতা।"