নিজস্ব সংবাদদাতা : CAA- NRC বিরোধী দাঙ্গার মামলায় আজ বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। আজ এই দাঙ্গার এক অন্যতম মাস্টারমাইন্ড-কে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। আজ একটি বিশেষ অভিযান চালিয়ে, দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল মোহাম্মদ হানিফ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।
/anm-bengali/media/post_banners/umCQzceRTPQ1NXWMkG6g.jpg)
এই মোহাম্মদ হানিফ ২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণ-পূর্ব দিল্লিতে সংঘটিত হওয়া CAA-NRC বিরোধী দাঙ্গায় অভিযুক্ত ও NDPS মামলায় পলাতক ছিল।