নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার ২০ আগস্ট মধ্যপ্রদেশ সরকারের 'রিপোর্ট কার্ড' প্রকাশ করবেন। এর পরেই গোয়ালিয়রে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দলের এক নেতা এ তথ্য জানিয়েছেন।
রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, অমিত শাহ রবিবার সকালে এখানে এসে শিবরাজ সিং চৌহান সরকারের একটি 'রিপোর্ট কার্ড' প্রকাশ করবেন।