নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ (Mahakumbh 2025) থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! হুগলির দাদপুরে জাতীয় সড়কের উপর উল্টে যায় যাত্রীবাহী বাস৷ রবিবার সকালের এই দুর্ঘটনায় আহত ২৩ যাত্রী ৷ গুরুতর আহত ৮ জন। এই মুহূর্তে তাঁরা চিকিৎসাধীন চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ৷
জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ দাদপুরের আইমা সোমসারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রে খবর, কুম্ভমেলা ও অযোধ্যার রাম মন্দিরের দর্শন শেষ করে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ফিরছিল বাসটি। আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে পড়ে। বাসটিতে ৬২ জন যাত্রী ছিল। ঘটনায় আহত হন ২৩ জন ৷ তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর ৷