বর্ধমানে SFI-এর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা

বর্ধমান শহরের কার্জন গেটে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএমের ছাত্র সংগঠন। যাদবপুরের পড়ুয়াদের উপর আক্রমণের অভিযোগে ধুন্ধুমার চত্বর। জানুন বিস্তারিত।

author-image
Jaita Chowdhury
New Update
1609982248_5ff6612859c7b_sfi-unit

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  বর্ধমানে SFI-এর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার চত্বর। বর্ধমানের কার্জন গেটে SFI-এর মিছিলে বাধা স্থানীয় পুলিশের। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে মিছিল থেকে সরানোর চেষ্টা পুলিশের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বর্ধমানে বিক্ষোভ। আন্দোলনকারী পড়ুয়াদের উপর হামলার অভিযোগ। কার্জন গেটের সামনে বিক্ষোভ SFI-এর। বর্ধমান শহরের কার্জন গেটে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর সদস্যরা। যাদবপুরে পড়ুয়াদের উপর আক্রমণের অভিযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ ও দ্রুত ছাত্র সংসদের  নির্বাচন দাবি করেছেন বিক্ষোভকারীরা।