দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ! মৃত ৩

মৃতদের নাম সাইয়ার বাসিন্দা সোনু (২৫), ভাকিল (৩০), রামরূপ (২৮) এবং ভগবান দাস (৩৫)৷ সকলেই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। জগনার রোডে গহরার রোডে দু'টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পাঁচ আরোহীর৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের মধ্যে রয়েছে একই পরিবারের চারজন৷ শনিবার রাত ১০.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আগ্রার কাগারাল এলাকার গহারা রোডের কাছে ৷

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের সাইয়ার বাসিন্দা সোনু (২৫), ভাকিল (৩০), রামরূপ (২৮) এবং ভগবান দাস (৩৫)৷ তাঁরা সকলেই একটি বাইকে করে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন ৷ অপরদিকে, উল্টোদিক থেকে আর একটি বাইকে ছিল দু'জনের সওয়ারি৷ জগনার রোডে গহরার রোডে দু'টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

Accident