নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে কর্মীসভা অনুষ্ঠিত হলো রবিবার দুপুরে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া, পিংলার বিধায়ক অজিত মাইতি, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর,মন্ত্রী শিউলি সাহা,ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, আই এন টি টি ইউ সির সভাপতি সনাতন বেরা সহ অন্যান্যরা। এই দিন ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত, অঞ্চল বুথ স্তরের কর্মীদেরও আমন্ত্রণ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকায় জালি ভোটার কার্ড যাতে তৈরি না হয়, বা প্রত্যেকের ভোটার আইডি ঠিক আছে কিনা তা নির্নয় করতে, বাড়ি বাড়ি যেতে হবে কর্মীদের। এমনটাই জানালেন নেতৃত্বরা। সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই বৈঠক চলবে বলে জানা গিয়েছে। অপরদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা এবং আক্রমনের প্রতিবাদ জানিয়ে মিছিলও সংগঠিত হয় এদিন।