স্থিতিশীল পোপ ফ্রান্সিস!

পোপের ব্রঙ্কিয়াল স্প্যামের (শ্বাসনালীর সমস্যা) কোনও উপসর্গ দেখা যায়নি বলেই শুক্রবার জানিয়েছে ভ্যাটিকান ৷ এখন কেমন আছেন তিনি? জানুন বিস্তারিত।

author-image
Jaita Chowdhury
New Update
দস্ফেও

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরেই  নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন৷ শনিবার অবশ্য পোপ ফ্রান্সিসের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ ভ্যাটিকানের তরফ থেকে জানানো হয়েছে, পোপের ফুসফুসের কার্যকারিতা উন্নত হচ্ছে ৷ একই সঙ্গে, প্রাথমিকভাবে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিনের দীর্ঘ সময় কাটিয়েছেন পোপ। শনিবার পোপ ফ্রান্সিস তাঁর রক্তে অক্সিজেনের মাত্রায় কোনও উল্লেখযোগ্য প্রভাব না ফেলেই দীর্ঘ সময়ের জন্য উচ্চ-প্রবাহের অক্সিজেন ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন৷ এটি তাঁর শ্বাসযন্ত্রের কার্যকারিতার উন্নতির লক্ষণ বলেই মনে করা হচ্ছে।