নিজস্ব সংবাদদাতা : এবার ডিলিমিটেশন ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করলেন ডিএমকে পার্টির মুখপাত্র সারাভানন অন্নাদুরাই। তিনি বলেন, ''দক্ষিণ ভারতের রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে, কিন্তু উত্তর ভারতীয় রাজ্যগুলি তা পারেনি। যদি শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা কমানো হয়, তবে এটি দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির প্রতি অবিচার হবে।" এরসাথেই তিনি বলেন, ''বিজেপি আসলে এটাই প্রমান করতে চাইছে যে তারা তামিল বিরোধী পার্টি।''