নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার বিআরএস এমএলসি কে কবিতা বলেছেন, " আমরা তেলঙ্গানায় সংবিধান লঙ্ঘনের মতো ঘটনা প্রত্যক্ষ করছি। কংগ্রেস শাসনের গত ১৩ মাস ধরে আসিফবাদে দাঙ্গা হয়েছে। রাহুল গান্ধীজি সংবিধান মেনে চলার আদর্শের কথা বলেছেন। তাঁর তেলঙ্গানায় আসা উচিত। তাঁর মুখ্যমন্ত্রী (রেভান্থ রেড্ডি) কীভাবে তাঁর নিজের দলের আদর্শের বিরুদ্ধে কাজ করছেন, তা দেখে যাওয়া উচিৎ।"