নিজস্ব সংবাদদাতা : লোকসভা আর রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই পাস হয়ে গেছে ওয়াকফ সংশোধনী বিল। কিন্তু এবার এই ওয়াকফ সংশোধনী বিলকে আটকাতে এক বড় পদক্ষেপ নিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) রাষ্ট্রপতির সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাতের আবেদন জানিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/04/mK2t6szPNpNwrULa2PrG.jpeg)
এই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি এই বিলে সই করার আগে বোর্ড তাদের উদ্বেগের বিষয়গুলি রাষ্ট্রপতির সামনে তুলে ধরতে চায়।