সবাই আপনাকে একজন ভন্ড ব্যক্তি বলে ! ত্রিভাষা নীতি নিয়ে স্টালিনকে তীব্র আক্রমণ করলেন আন্নামালাই

কেন এমন কথা বললেন আন্নামালাই ?

author-image
Debjit Biswas
New Update
EDD ANNAMALAI.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ত্রিভাষা নীতি নিয়ে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনের করা কিছু বক্তব্যের বিরুদ্ধে, আজ কড়া জবাব দিলেন ওই রাজ্যের বিজেপি  সভাপতি কে. আন্নামালাই। তিনি বলেন, "এখন পুরো দেশ এটা জানে যে খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পরিবারের মালিকানাধীন বেসরকারি স্কুলগুলিতে তিন বা তার বেশি ভাষায় শিক্ষা প্রদান করা হয়, অথচ রাজ্যের সরকারি স্কুলের ছাত্রদের জন্য তারা এই নীতির বিরোধিতা করছে।"

MK STALINN1.jpg

এরপর তিনি বলেন, ''সবাই এখন আপনাকে একজন ভন্ড ব্যক্তি বলে 'থিরু' এম. কে. স্টালিন।''