নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ত্রিভাষা নীতি নিয়ে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনের করা কিছু বক্তব্যের বিরুদ্ধে, আজ কড়া জবাব দিলেন ওই রাজ্যের বিজেপি সভাপতি কে. আন্নামালাই। তিনি বলেন, "এখন পুরো দেশ এটা জানে যে খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পরিবারের মালিকানাধীন বেসরকারি স্কুলগুলিতে তিন বা তার বেশি ভাষায় শিক্ষা প্রদান করা হয়, অথচ রাজ্যের সরকারি স্কুলের ছাত্রদের জন্য তারা এই নীতির বিরোধিতা করছে।"
/anm-bengali/media/media_files/XSLcW9CudiTmmCV1y6ZN.jpg)
এরপর তিনি বলেন, ''সবাই এখন আপনাকে একজন ভন্ড ব্যক্তি বলে 'থিরু' এম. কে. স্টালিন।''