নিজস্ব সংবাদদাতা:আনন্দ কুমারকে দলের জাতীয় সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করার কয়েকদিন পর, বিএসপি প্রধান মায়াবতী আনন্দ কুমারকে দলের সহ-সভাপতি হিসেবে পুনর্বহাল করলেন। রণধীর বেনিওয়ালকে দলের জাতীয় সমন্বয়কারী হিসেবে নিয়োগ করলেন ও রামজি গৌতমকে জাতীয় সমন্বয়কারী হিসেবে অব্যাহত রাখেন।
/anm-bengali/media/media_files/VN0nYxEWOVcR01x8xHy8.webp)