কোথায় পুলিশ মন্ত্রী? মমতার নীরবতায় ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়! কি বললেন তিনি? জানুন
চোখে মুখে আতঙ্ক এবং শোকের ছাপ স্পষ্ট— মালদার ত্রাণ শিবির থেকে আশ্রিতদের হা হা কার
১৫-১৬ এপ্রিল ভারী বৃষ্টির সতর্কতা! জানুন বিস্তারিত
সালমান খানের গাড়িতে বিস্ফোরণের হুমকি— তদন্তে মুম্বাই পুলিশ
মুর্শিদাবাদে আগুন নেভার আগেই অগ্নিগর্ভ ভাঙড়!
“সংবিধান ছিঁড়ে ফেলেছে রাজ্য সরকার”—মোথাবাড়ি ইস্যুতে বিস্ফোরক সুকান্ত
ভাঙড়ে শান্তি, কঠোর অবস্থানে কলকাতা পুলিশ
‘শরিয়তের কাছেই শপথ নেওয়া উচিত ছিল তাঁর’: মনীশ জয়সওয়াল
এই নববর্ষে এএনএম নিউজ-এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা!

ডোভাল-গ্যাবার্ড বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হল?

সংবাদ সূত্রে খবর, দুজনের বৈঠক ফলপ্রসূ হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
what-went-down-at-ajit-doval-chaired-high-level-security-meet-with-tulsi-gabbard-in-attendance-1742184956651-16_9

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল রবিবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। বৈঠকে সন্ত্রাসবাদ ও প্রযুক্তিগত হুমকিসহ নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ডোভাল ও গ্যাবার্ডের মধ্যে বৈঠকটি ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়। এতে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সংবাদ সূত্রে খবর, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।

গ্যাবার্ড দিল্লিতে তার আড়াই দিনের সফর শুরু করেছেন। এই সফরটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের প্রথম উচ্চপর্যায়ের ভারত সফর। দিল্লিতে অনুষ্ঠিত "রাইসিনা সংলাপ"-এও তিনি বক্তব্য রাখবেন। গ্যাবার্ড ছাড়াও এই বৈঠকে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি মিত্র দেশের গোয়েন্দা প্রধানরা অংশ নেন বলে জানা যাচ্ছে।

tulsi gabbard

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড "ফাইভ আইজ" গোয়েন্দা গোষ্ঠী গঠন করে, যারা বিশ্বের নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের আলোচনায় উঠে আসে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। 

একই সাথে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব নিয়েও আলোচনা করা হয়। এই সম্মেলনে কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্সও অংশ নেন। উল্লেখ্য, ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক বর্তমানে উত্তপ্ত অবস্থায় রয়েছে। তবে এদিনের বৈঠকে তাঁর কোনও প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে।