নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে ওড়িশার কটকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কামাখ্যা এক্সপ্রেস। কটক স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই মাঙ্গুলি ও নেরুগুন্ডি স্টেশনের মাঝে ট্রেনটি হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে লাইনচ্যুত হয়ে যায়।
সূত্রের খবর, প্রায় দশটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়ে, যার মধ্যে বি-৪ থেকে বিফ-১৪ পর্যন্ত কামরাগুলি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে আসেন।
/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
এই দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শুভঙ্কর রায়, বয়স ২২ বছর। আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর স্টিল কারখানায় কাজ করতেন। মায়ের হার্টের সমস্যা থাকায় তিনি তাঁকে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। তবে তাঁর মা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
এই দুর্ঘটনা রেলযাত্রীদের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।