নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের ৫ জন ব্যক্তিকে সুরেন্দ্র নাথ মহিলা কলেজের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, তাদের কাছ থেকে মোট ২টি আগ্নেয়াস্ত্র (একটি ৭ মিমি সেমি-অটোমেটিক এবং আরেকটি সিঙ্গেল শট) এবং ১৫ রাউন্ড তাজা গুলি (৭.৬৫ এর ১০ রাউন্ড এবং ৫ রাউন্ড সিঙ্গেল শট) উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গ্রেফতারকৃতরা হলঃ শিবশঙ্কর যাদব , রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্ত এবং নাম- রুকেশ সাহানি। আরও জানা গিয়েছে যে, এসটিএফ থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের আগামীকাল আদালতে হাজির করা হবে।