নিজস্ব সংবাদদাতা : রাজ্যের আপত্তি সত্ত্বেও মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই শুক্রবার সকালে তিনি শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছেছেন। সেখান থেকে দুপুরের মধ্যেই পৌঁছনোর কথা মুর্শিদাবাদে। জানা গিয়েছে, সেখানে পৌঁছে তিনি সাম্প্রতিক হিংসার জেরে ঘরছাড়া হয়ে পড়া মানুষজনের সঙ্গে কথা বলবেন।
/anm-bengali/media/media_files/2025/04/14/f1yiU33eD782e04xtFyE.jpg)
উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত ক’দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল। পুলিশের সঙ্গে সংঘর্ষ, পথ অবরোধ, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে এলেও এখনও রয়েছে উত্তেজনা। এই আবহেই রাজ্যপালের এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যপালকে এখনই সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হলেও, তা অগ্রাহ্য করে আজ তিনি উপদ্রুত এলাকায় রওনা হয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাঁর সফরকে ঘিরে নিরাপত্তার বন্দোবস্ত জোরদার করা হয়েছে।