নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের নান্দেদের একটি সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ওষুধের অভাবে ১২ জন শিশুসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। ওষুধের অভাবের কারণে শঙ্করাও চৌহান সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত ডিন ডাঃ শ্যামরাও ওয়াকোডে জানিয়েছেন, "মৃতরা সাপের কামড়, আর্সেনিক, ফসফরাস বিষক্রিয়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন কর্মীদের বদলির কারণে আমাদের জন্য কিছুটা অসুবিধা হয়েছিল। হাফকিন ইন্সটিটিউট থেকে আমাদের ওষুধ কেনার কথা ছিল, কিন্তু সেটাও হয়নি। এছাড়াও, রোগীরা দূর দূরান্ত থেকে এই হাসপাতালে আসেন এবং এমন অনেক রোগী ছিলেন যাদের অনুমোদিত বাজেটও বিঘ্নিত হয়েছিল।"
এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নান্দেদের প্রবীণ কংগ্রেস নেতা অশোক চৌহান বলেন, "ডাঃ শঙ্কররাও চৌহান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং তাই আমি এখানে এসে হাসপাতালের ডিনের সঙ্গে দেখা করেছি। পরিস্থিতি উদ্বেগজনক ও গুরুতর। সরকারের উচিত এটি গ্রহণ করা এবং অবিলম্বে সহায়তা প্রদান করা। আরও প্রায় ৭০ জনের অবস্থা আশঙ্কাজনক।"