নিজস্ব সংবাদদাতাঃ হাঙ্গেরির উত্তরাঞ্চলে রবিবার বিক্ষোভ চলাকালীন একটি রেস গাড়ি উল্টে গিয়ে দর্শকদের ওপর হামলা চালালে চারজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রেসের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দর্শকদের মধ্যে চলে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছেছে। আয়োজকরা দৌড় থামিয়ে দেন।
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)