নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল সফররত বিদেশি কূটনীতিকদের একটি কনভয়ে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোয়াত জেলা পুলিশ কর্মকর্তা জাহিদুল্লাহ খান বলেন, 'সম্ভাব্য পর্যটন কেন্দ্র হিসেবে সোয়াত উপত্যকাকে তুলে ধরতে স্থানীয় চেম্বার অব কমার্সের আমন্ত্রণে কূটনীতিকরা সোয়াত উপত্যকা পরিদর্শন করছেন।'
তিনি বলেন, 'কনভয়ের নেতৃত্ব দেওয়া স্কোয়াডটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে বিধ্বস্ত হয়।'
এই ঘটনায় আরও চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িবহরটি মালাম জব্বা নামে একটি হিল স্টেশন ও স্কি রিসোর্টের দিকে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।
প্রায় এক ডজন কূটনীতিকের সবাই নিরাপদে আছেন এবং তারা ইসলামাবাদে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ আলী গান্দাপুর বলেন, "হামলায় সব রাষ্ট্রদূতই নিরাপদে আছেন এবং ইসলামাবাদে যাওয়ার আগে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।"
তবে কূটনীতিকদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিকরা নিরাপদে ইসলামাবাদে ফিরে এসেছেন। এই ধরনের কার্যকলাপ পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত করতে পারবে না।