মেধাবী ভারতীয়দের নিজের দেশেই রাখতে চান! নয়া পরিকল্পনা ট্রাম্পের

ট্রাম্প মার্কিন নাগরিকত্বের জন্য নয়া পরিকল্পনা নিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা: মার্কিন নাগরিকত্বের প্রক্রিয়া সহজ করতে ‘গোল্ড কার্ড’ চালু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি ঘোষণা করেছিলেন, ৫ মিলিয়ন ডলার দিলেই আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে। এবার ভারতীয় শিক্ষার্থীদের জন্যও বড় সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

বুধবার প্রথম পূর্ণাঙ্গ ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়োগ দিতে চায় অনেক মার্কিন কোম্পানি, কিন্তু ইমিগ্রেশন জটিলতার কারণে তারা তা করতে পারে না। হার্ভার্ড, ওয়ারটন স্কুল অব ফিন্যান্স, ইয়েলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেরা মেধাবীরা গ্র্যাজুয়েশন করলেও ভিসা সমস্যার কারণে দেশে থাকার নিশ্চয়তা পান না।

এই সমস্যা সমাধানে ট্রাম্প বড় কোম্পানিগুলোকে ‘গোল্ড কার্ড’ কিনে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ধরে রাখার সুযোগ দেওয়ার কথা বলেন। তিনি বলেন, “আমি চাই সেরা প্রতিভারা দেশে থাকুক। বড় কোম্পানিগুলো গোল্ড কার্ড কিনুক এবং সেই কার্ড ব্যবহার করে প্রতিভাবান কর্মীদের নিয়োগ করুক।”

ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই গোল্ড কার্ড বিক্রি শুরু হবে। নতুন এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের ঋণের বোঝা কমানো। পাশাপাশি, দক্ষ কর্মী ও ধনী ব্যক্তিদেরও বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। ট্রাম্প আত্মবিশ্বাসী যে, এই কার্ড বাজারে এলে প্রথম ধাপেই অন্তত ১ মিলিয়ন বিক্রি হবে।নতুন এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।