তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন দেবাংশু

খড়্গপুরে একটি চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের পক্ষ থেকে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বড় মন্তব্য করেন দেবাংশু ভট্টাচাৰ্য।

author-image
Debjit Biswas
New Update
debangshu.jpg

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের উদ্যোগে এক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় খড়গপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয় প্রাঙ্গনে। এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতাল। শিবিরের উদ্বোধন করে তৃণমূল রাজ্য নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, ''মমতা ব্যানার্জির সময়ে রাজ্যে হাসপাতালে শয্যা সংখ্যা বেড়েছে। দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান এখন প্রথম। দেশের মধ্যে এই বাংলায় শিশু মৃত্যুর হার সবচেয়ে কম। মধ্যপ্রদেশে গরুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু মানুষকে অ্যাম্বুলেন্সে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নেই ।'' এছাড়া দেবাংশু বলেন, ''স্বাস্থ্য একটা বিশাল জায়গা, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে এটা বলবো না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে নজির তৈরি করেছেন।''