নিজস্ব সংবাদদাতা : জঙ্গলমহলের বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক, নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা। বনদপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। যদিও ঘটনা কে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা কিভাবে বনে যাবেন এবং কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয় তৈরি হয়েছে এলাকার মানুষষের মধ্যে। বেলপাহাড়ির ধরমপুর, কাসমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ। পায়ের ছাপ মিলতেই বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকায় প্যারিস অফ প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়। গতকালও এলাকায় থমথমে। গ্রামের বাসিন্দারা জানান, বাঘ কে বনদপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে যাক অথবা বাঘকে ব্যারিকেট করে রাখুক এভাবে বাঘে এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় দেওয়া হয়নি নিরাপত্তা এমনই অভিযোগ তুলছেন তারা, জা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। জিনাতের গলায় রেডিও কলার ছিল কিন্তু এই বাঘের গলায় রেডিও কলার না থাকায় বিপাকে পড়েছে বনদপ্তর। যার ফলে এই বাঘের লোকেশন পাচ্ছেন না তারা। ইতিমধ্যে বাঘ বিশেষজ্ঞের একটি টিম এই এলাকায় কাজ করছে এমনটাই বনদপ্তর সূত্রে খবর।