আমির খুসরু কে নিয়ে হঠাৎ বড় মন্তব্য করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

হঠাৎ কি দাবি করলেন মোদী ?

author-image
Debjit Biswas
New Update
narendra modi

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লিতে 'জাহান-এ-খুসরু' নামের একটি সুফী সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই আমির খুসরুর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''হজরত আমির খুসরু তাঁর সময়কালে ভারতকে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর চেয়েও শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সংস্কৃতকে বিশ্বের সেরা ভাষা বলে প্রশংসা করেছিলেন এবং ভারতের ঋষিদের  বিশ্বের মহান পণ্ডিতদের থেকেও শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করেছিলেন।'' দেখুন ভিডিও :