উত্তরাখণ্ডে পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা! উদ্ধার করা হল ৩৩ জন শ্রমিককে

উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে ৩৩ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Avalanche-Buries-57-in-Uttarakhands-Chamoli-Rescue-Efforts-Underway


নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের বদ্রীনাথে বড় ধরনের তুষার ধস নামে। ধসের জেরে ৫০ জন শ্রমিক আটকে পড়েছেন বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী ৩৩ জন শ্রমিককে উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। প্রতিকূল আবহাওয়ার জেরে  শুরুর দিকে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। উদ্ধার কাজের জন্য এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি ও বর্ডার রোডস অর্গানাইজেশনের দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
 ওই এলাকায় শ্রমিকদের একটি ক্যাম্প ছিল, যার ওপরই হুড়মুড়িয়ে নেমে আসে তুষারধস। ধারণা করা হচ্ছে, হিমবাহ ভেঙে এই বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।