নিজস্ব সংবাদদাতা: গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচীর। নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, প্রত্যেক বিজেপি কর্মীর বাড়ি সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করা হবে।
আর এবার সেই কর্মসূচীতে চলল হাইকোর্টের রায়। বাড়ি ঘেরাও কর্মসূচী বাতিল করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী ৫ অগাস্ট এই ধরনের কোনও কর্মসূচী রাজ্যে পালিত হবে না। এমনটাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, এই ধরনের কর্মসূচী জনস্বার্থ বিরোধী। এতে সাধারণ মানুষের জীবনযাত্রাতেও সমস্যা তৈরি করবে। তাই এই ধরনের যাবতীয় কর্মসূচী আপাতত স্থগিত। পরবর্তী শুনানিতে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।