দু'বছর পর গ্রামের দুর্গাপূজায় অনুব্রত, কিন্তু উঠলেন না পুজো মন্ডপে, কেনো?

দুই বছর পর গ্রামে ফিরে দুর্গাপুজোয় অংশ নিলেন তৃণমূলের বীরভূম জেলা সভপতি অনুব্রত মণ্ডল। মহাষ্টমীর দিনে তিনি মেয়ে সুকন্যাকে নিয়ে গ্রামে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, যদিও প্রয়াত কাকার কারণে মন্দিরে উঠতে পারেননি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর আনন্দে মাতলেন তৃণমূলের বীরভূম জেলা সভপতি অনুব্রত মণ্ডল। দুই বছরের বিরতির পর, জামিন নিয়ে তিনি ফিরেছেন তাঁর গ্রামের বাড়ির দুর্গাপুজোয়। গতকাল, ১৭ অক্টোবর মহাষ্টমীর দিন, তিনি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে নানুরের হাটসেরান্দি গ্রামে উপস্থিত হন। অনুব্রতকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তিনি সবাইকে সঙ্গে নিয়ে কথা বললেন, যদিও তাঁর কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠতে পারেননি। দূর থেকেই প্রণাম করে জানান, "খুব ভালো লাগছে। তবে মন্দিরে উঠতে পারব না। অঞ্জলি দিতে পারব না।"

publive-image

অনুব্রত মণ্ডল জানান, দুর্গাপুজোর মধ্য দিয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন ১৭ অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মাধ্যমে। তার আগেই, গ্রামে ফিরে পুজোর আনন্দ উপভোগ করছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "এবার পুজো তো রাতে। পুজো খুব ভালো কাটাচ্ছি। ফাইন লাগছে।"

publive-image

দু'বছর আগে গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত হয়ে তিনি গ্রেপ্তার হন এবং পরে জামিন পান। এই সময়ে, গ্রামের দুর্গাপুজোয় তিনি উপস্থিত হতে পারেননি। তবে এবার গ্রামে ফিরে এসে তিনি তার পুরনো সত্তা ফিরে পেতে সক্ষম হয়েছেন। এছাড়া, অনুব্রত ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় হয়ে উঠেছেন, যা তার রাজনৈতিক জীবনকে আরও গতিশীল করার একটি প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।