নিজস্ব সংবাদদাতা: গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। পুলিশের জালে বেলঘরিয়া শুটআউট কাণ্ডের মূল অভিযুক্ত ইন্দল যাদব। শুক্রবার সকালে আসানসোলের গোপন ডেরা থেকে তাকে হাতেনাতে পাকড়াও করে স্থানীয় পুলিশ। ধৃতকে নিয়ে আসা হয় বেলঘরিয়া থানায়। গত সাতদিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি চলছিল । তদন্তকারী অফিসারের একটি টিম তার খোঁজে বিহারেও যায়। কিন্তু খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন ইন্দল।
গ্রেফতারি প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, "ঘটনার দিন ইন্দলই বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তাকে জেরা করে বাকি তার দুই সহযোগীরও খোঁজ পাওয়া যাবে বলে আশা করছি । "
উল্লেখ্য, শনিবার রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ইন্দল যাদব ও তার দলবল। পেট ও বুকে গুলি লেগে গুরুতর জখম হন আগরপাড়ার বাসিন্দা সন্তু দাস। ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় শুট আউটের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় ।
/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)