নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, "বাল্যবিবাহের সামাজিক অভিশাপের বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টায় আজ একটি ঐতিহাসিক দিন। আসাম বিধানসভায় 'আসাম বাধ্যতামূলক মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন বিল, ২০২৪' পাস হয়েছে।
এই আইনটি এখন সরকারের সাথে বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক করবে এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের বিয়ের আইনি বয়স লঙ্ঘন করতে পারবে না। এটি কিশোরী গর্ভাবস্থার বিরুদ্ধে কঠোর প্রতিরোধক হিসাবে কাজ করবে এবং আমাদের মেয়েদের সামগ্রিক বৃদ্ধির উন্নতি করবে।
আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত বিধায়কদের যাঁরা এই বিল এবং বাল্যবিবাহ রোধে সরকারের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিলটি দলীয় রাজনীতির ঊর্ধ্বে এবং আমাদের মেয়েদের সম্মানের জীবন দেওয়ার একটি উপায়। পরবর্তী টার্গেট বহুবিবাহ নিষিদ্ধ করা।"