নিজস্ব সংবাদদাতাঃ GATE পরীক্ষাটি ইঞ্জিনিয়ারিং- এর একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। আসুন জেনে নিন এই পরীক্ষার প্যাটার্ন। এই পরীক্ষাটি মূলত একটি কম্পিউটার বেস পরীক্ষা। মোট ৩ ঘণ্টার পরীক্ষা এটি। ২৯ টি পত্রের পরীক্ষা হয় এতে। তার মধ্যে দুটি বিভাগ হল যথাক্রমে, জেনারেল অ্যাপটিটিউড এবং প্রার্থীদের নিজেদের পছন্দ করা বিষয়।
প্রশ্নের ধরন হিসেবে MCQ এবং NAT ( Numerical answer type) টাইপ প্রশ্ন হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষাটি হবে। সব প্রশ্নের মান হবে ১ বা ২। mcq এর ক্ষেত্রে ভুল উত্তর দিলে এক- তৃতীয়াংশ নম্বর কাটা যাবে। NAT এর ক্ষেত্রে কোনও নেগেটিভ মার্কিং নেই।