মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এবার বড় মন্তব্য করলেন জেডিইউ নেতা !

মুর্শিদাবাদের হিংসার ঘটনা প্রসঙ্গে কি বললেন জেডিইউ(JDU) নেতা কে সি ত্যাগী ?

author-image
Debjit Biswas
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের হিংসার ঘটনার আঁচ এবার সমগ্র দেশেই ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন দেশের প্রায় সমস্ত রাজনৈতিক নেতারা। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জেডিইউ(JDU) নেতা কে সি ত্যাগী।

kc tyagi.JPG

তিনি বলেন, "সাধারণ মানুষদের যেভাবে মারধর করা হল, যেভাবে গুলি চলল এবং এত প্রাণহানি ঘটল, তাতে গোটা দেশ স্তব্ধ। কেন্দ্রীয় বাহিনী ছাড়া মুর্শিদাবাদে শান্তি ফেরানো কঠিন হয়ে পড়েছে।"