নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে বড় পদক্ষেপ নিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ মুর্শিদাবাদের হিংসার ঘটনা প্রসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে, রাজ্যের কিছু সীমান্ত জেলা 'বিক্ষুব্ধ এলাকা' (Disturbed Areas) হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/2024/10/26/LQUsHZYDnffniDxjnST2.jpg)
সম্প্রতি সরাসরি হিন্দুদের উপর একাধিক সাম্প্রদায়িক আক্রমণের অভিযোগ তুলে, তিনি ওই সমস্ত অঞ্চলে সশস্ত্র বাহিনী আইন, অর্থাৎ আফস্পা (AFSPA) প্রয়োগের দাবি করেছেন।