WBJEE পরীক্ষার প্যাটার্ন

author-image
Harmeet
New Update
WBJEE পরীক্ষার প্যাটার্ন

নিজস্ব সংবাদদাতাঃ WBJEE পরীক্ষাটি মূলত পশ্চিমবঙ্গের জয়েন্ট এনট্রান্স পরীক্ষা। এটি অফলাইন মোডেই হয়ে থাকে। পরীক্ষার মোট দুটি পত্র থাকে। যেমন, প্রথম পত্র হল গণিত এবং দ্বিতীয় পত্র হল রসায়ন এবং পদার্থবিদ্যা। প্রত্যেক পত্রের জন্য ২ ঘণ্টা করে বরাদ্দ থাকে। অর্থাৎ, দুটি পত্র মিলিয়ে মোট ৪ ঘণ্টা বরাদ্দ থাকে। পত্রের প্রশ্নের ধরন হল MCQ টাইপ। গণিতের পত্রে মোট ৩টি করে বিভাগ থাকে। গণিতের প্রথম বিভাগে ৫০টি, দ্বিতীয় বিভাগে ১৫টি এবং তৃতীয় বিভাগে ১০টি প্রশ্ন থাকে। 



অন্যদিকে, রসায়ন এবং পদার্থবিদ্যাতেও মোট তিনটে বিভাগ থাকে। যার মধ্যে প্রথম বিভাগে ৩০ টি প্রশ্ন ও দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে ৫টি করে প্রশ্ন থাকে। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য চারটি বিকল্প উত্তর থাকবে। একটি নীল বা কালো বল পয়েন্ট কলম দিয়ে উপযুক্ত বৃত্তটিকে সম্পূর্ণ ভরাট করে প্রার্থীদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। পূর্ণমান ২০০। গণিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ এবং রসায়ন ও পদার্থবিদ্যার ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর বরাদ্দ। তবে নেগেটিভ মার্কিং রয়েছে। গণিতে ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নম্বর এবং রসায়ন ও পদার্থবিদ্যায় ভুল উত্তরেরে জন্য এক-দ্বিতীয়াংশ নম্বর কাটা হবে।