নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ-বিক্ষোভের থেকে রেহাই পেল না রেলের সম্পত্তিও। আজিমগঞ্জে উপড়ে ফেলা হল রেলগেট। অফিস লক্ষ্য় করে পাথরবৃষ্টি, তাণ্ডব চালানো হল পাওয়ার রুম, রিলে রুমে। আগুনে পুড়িয়ে দেওয়া হল জেনারেটর সহ একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্র। NIA তদন্তের দাবি করে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/post_banners/yixmQTXjosCx4ipC88ye.jpg)