আদালতে এসে আত্মসমর্পণ বিধায়কের! এবার তাকে নিয়ে বড় আপডেট
ইডির সামনে প্রিয়াঙ্কার স্বামী! বললেন এটাই এই সরকারের প্রচারণার ধরণ
ভারত-আমেরিকার সেনা বন্ধন আরও দৃঢ়, টাইগার ট্রায়াম্প ২০২৫-এ চমক
রাজ্যে কেন্দ্রের নজর—মুর্শিদাবাদে আসছে কেন্দ্রের জোড়া কমিশন, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
ওদের যাবতীয় নজর কেবল "সম্পত্তি" শব্দটায়- ওয়াকফ নিয়ে খোঁচা দেবাংশুর!
মুসলিমরা কি হিন্দু ধর্মীয় ট্রাস্টের অংশ হতে পারে? ওয়াকফ নিয়ে বিশেষ দাবি বিজেপি সাংসদের
"ইডি তার সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে"!
প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের জন্মদিনে মোদীর শ্রদ্ধাঞ্জলি!
থাকবে মিশ্র আবহাওয়া, এই দিনে বৃষ্টি হবে এবং তারপর তাপপ্রবাহ! ৭ দিনের আবহাওয়ার আপডেট রইল

থমথমে সুতি

সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ।

author-image
Jaita Chowdhury
New Update
bsf

নিজস্ব সংবাদদাতা: থমথমে সুতি, সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ। একাধিক বাড়ির ছাদে জমে থাকা পাথর পরিষ্কার করছেন বিএসএফ জওয়ানরা। এখনও রাস্তার মাঝখানে ভাঙা গাড়ি পড়ে রয়েছে। পর পর দোকানে ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে। একাধিক হোটেল ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতি, সামশেরগঞ্জে এখনও সব দোকান বাজার বন্ধ রয়েছে। আরএসএসের কর্মীরা এলাকায় ঢুকে হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ভয়ঙ্কর হিংসার ঘটনা দেখে প্রাণভয় এখনও কাঁটা হয়ে রয়েছেন মহিলারা। এই পরিস্থিতিতে কীভাবে প্রাণ বাঁচবেন, সেই প্রশ্ন করছেন তাঁরা। শান্তি চাইছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভয় কাটাতে তাঁদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মীরা। বাড়ির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও হামলার শিকার হয়েছেন অনেকে। গাড়ি, বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বহু মানুষ। ঘটনাস্থলে রয়েছে একাধিক উচ্চপদস্থ আইপিএস অফিসাররা।

 

Police