দমকল বাহিনীর সচেতনতা প্রচার
আজ মুর্শিদাবাদে পা রাখলেন রাজ্যপাল, শুনছেন মায়েদের কথা
জঙ্গল ঘেরা গ্রাম "পীরচক"-এ অবশেষে পৌঁছালো সরকারের উন্নয়ন
মুর্শিদাবাদ কাণ্ডের পরেই পুলিশের ক্ষমতা বাড়িয়ে বিজ্ঞপ্তি! কার্যকর হওয়ার আগে প্রত্য়াহার রাজ্যের
মালদার ত্রাণ শিবিরে গেলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল! কথা বলছেন ঘর ছাড়াদের সঙ্গে
খড়গপুর ডিভিশনের ৩ স্টেশন পালন করল ঐতিহ্য দিবস
তাঁদের যন্ত্রণা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই! মুর্শিদাবাদের হিংসার ঘটনায় স্তব্ধ মহিলা কমিশন
লক্ষীর ভাণ্ডার নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই! গর্জে উঠলেন জাফরাবাদের বাসিন্দারা
তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের প্রতি অনুরোধ: কুণাল ঘোষের বড়সড় ট্যুইট ঘিরে চর্চা শুরু

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অর্জুন বাঁধের জলাশয়ে দুই বন্ধু স্নানে নামলে একজন বন্ধুর জলে তলিয়ে মৃত্যু হয় বৃহস্পতিবার। মৃতের নাম বিধান ক্ষেত্রপাল (২৩)। তার বাড়ি মামড়া বাজারের বিবেকানন্দ পল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দারা জলে তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবক পেশায় ভ্যান চালক। তিনি ও তাঁর এক বন্ধু এদিন দুপুর ১ টা নাগাদ ওই জলাশয়ে স্নান করতে আসেন। স্নান করার সময় অসাবধানতা বসত বিধান জলে তলিয়ে যায়। তাঁর বন্ধু ও স্থানীয় বাসিন্দা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করার চেষ্টা চালায়। প্রায় এক ঘন্টা পড়ে জল থেকে বিধানের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।