নিজস্ব সংবাদদাতা: এবার মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে গেলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি আদালতের অনুমতি নিয়েই এই ত্রাণ শিবিরে এসেছেন। আইনজীবী হিসেবেই তিনি এই ত্রাণ শিবিরে এসেছেন বলে দাবি করা হচ্ছে। তিনি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের অভাব অভিযোগ শুনবেন। জানা যাচ্ছে সেই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করে জাতীয় মানবধিকার কমিশনে পাঠাবেন।
/anm-bengali/media/media_files/2025/04/19/PMRwoYQFPV8qR3C3CDUj.jpg)