মুর্শিদাবাদ কাণ্ডের পরেই পুলিশের ক্ষমতা বাড়িয়ে বিজ্ঞপ্তি! কার্যকর হওয়ার আগে প্রত্য়াহার রাজ্যের

মুর্শিদাবাদ কাণ্ডের পরেই পুলিশের ক্ষমতা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেও প্রত্যাহার করে রাজ্য।

author-image
Tamalika Chakraborty
New Update
Police

নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে মুর্শিদাবাদ-ঘটনার পর রাজ্য স্বরাষ্ট্র দফতর একটি নোটিফিকেশন জারি করে, যাতে জেলা প্রশাসক ছাড়াও নির্বাচিত পুলিশ কর্মকর্তা—ডিজি, এডিজি (আইন-শৃঙ্খলা), জোন বা রেঞ্জের এডিজি, আইজি, ডিজি এবং সব পুলিশ সুপার—স্বরূপ ‘স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ হিসেবে মনোনীত করার কথা বলা হয়েছিল। এর মাধ্যমে ১৬৩ (পুরনো ১৪৪) ধারায় preventive detention এবং অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট‐সংক্রান্ত ক্ষমতা পেতেন সকল পুলিশ আধিকারিক। নোটিফিকেশনটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, বৃহস্পতিবারই সেটি প্রত্যাহার করে নেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

nabanna

কেন হঠাৎ করেই ইউ‐টার্ন, তা স্পষ্ট নয়—নোটিফিকেশন প্রত্যাহারের কারণ জানায়নি স্বরাষ্ট্র দফতর। একদিকে প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত করে দ্রুত পদক্ষেপ নিতে চাইছিল সরকার, অন্যদিকে প্রত্যাহার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্নবাণের জন্ম দিয়েছে। নোটিফিকেশন থাকল মাত্র কয়েক ঘণ্টা, ছেপে ফেলল জল্পনা—ভবিষ্যতে আবার ক্ষমতা বাড়ানো হবে, নাকি এ ছিল শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থা?  এই পরিস্থিতিতে  কোনও সরকারি ব্যাখ্যা পাওয়া যায় না।