নিজস্ব প্রতিনিধি: ঘাটাল শাখা দমকল বাহিনীর পক্ষ থেকে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস দেওয়া হল। গ্রীষ্মকাল শুরু হয়েছে। এই সময় প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করা যায়। বিশেষত, যে সমস্ত পাবলিক প্লেসগুলি রয়েছে, সেখানে বাড়তি সুরক্ষার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দমকল শাখার পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ১৮ এপ্রিল গত শুক্রবার শিবিরটি অনুষ্ঠিত হয় দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালি গ্রামীণ হাসপাতালে।
এদিন আগুন লাগলে কি কি বাড়তি সুরক্ষা নেওয়ার প্রয়োজন সে বিষয়ে হাতেনাতে ওই হাসপাতালের চিকিৎসক নার্স ও রোগীর পরিজনদের ট্রেনিং দেওয়া হয়। এরই পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ co2 সিলিন্ডারগুলি শীঘ্রই রিনিউ করিয়ে নেওয়ার আবেদন জানানো হয় দমকলের পক্ষ থেকে। টানা আধঘন্টার বেশি এই শিবিরটি চলে। দমকলের এই উদ্যোগে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি রুগীর পরিজনেরা। শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল শাখার দমকল বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকগণ।