নিজস্ব সংবাদদাতা: শুক্রবার খড়গপুর বিভাগের খড়গপুর, বারিপাড়া এবং সাঁতরাগাছি স্টেশনগুলিতে "দুর্যোগ ও সংঘাত-প্রতিরোধী ঐতিহ্য: ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে পদক্ষেপ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হল।
রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় জনগণ উদযাপনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন বলেই জানা যাচ্ছে। সকলেই ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় উদ্বুদ্ধ হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে।
/anm-bengali/media/media_files/2025/04/19/bLQiDlxDwhuEdddsjYil.jpeg)