নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের হিংসায় ১১ এপ্রিল বাবা ও ছেলে নিহত হন। শনিবার তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে জাতীয় মহিলা কমিশন। এরপর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বলেন, "এই মানুষগুলো এতটাই যন্ত্রণায় ভুগছে যে আমি এখন বাকরুদ্ধ। তাঁদের যন্ত্রণা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই।"
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)