মেদিনীপুর আমার প্রাণের শহর : অনির্বাণ ভট্টাচার্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেদিনীপুর আমার প্রাণের শহর : অনির্বাণ ভট্টাচার্য


দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ মেদিনীপুর কলেজের 150 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে মেদিনীপুরের ভালোবাসা ও আবেগকে উস্কে দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শুক্রবার কলেজের বিবেকানন্দ হলে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। বক্তব্য রাখার সময় মেদিনীপুরের ভালোবাসা ও আবেগ উস্কে দিয়ে মন জয় করলেন সকলের। তিনি বলেন, "সব ভালোবাসা একদিকে, মেদিনীপুরের ভালোবাসা একদিকে।" এই বক্তব্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল কয়েক মুহূর্তে। এদিন বক্তৃতা মঞ্চে তিনি গুরুগম্ভীর কোনও বক্তব্য রাখেননি। সহজ-সরলভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, নব্বইয়ের দশকের সঙ্গে এখনের জীবনযাত্রা অনেক বদলে গিয়েছে। তিনি তাঁর জীবনী বলতে গিয়ে বলেন, "একদিন স্বপ্ন দেখতাম জীবনে এমন কিছু হব, যাতে অনেক কিছু বদলে দিতে পারি। কিন্তু একজন অভিনেতা হিসেবে শুধুমাত্র তাৎক্ষণিক সময়ের জন্য থিয়েটারে বা অডিটোরিয়ামের মধ্যে কিছু মানুষের মন হয়তো বদলে দিতে পারি। কিন্তু তা একেবারেই ওই সময়টুকু জন্যই।" তবে তিনি সমাজবদলের দায়িত্বটা মেদিনীপুরের নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন। অনির্বাণ বলেন, "মেদিনীপুর আমার নিজের শহর, প্রাণের শহর।" এদিন তাঁর সঙ্গে উপস্থিত হয়েছিলেন, তার বাবা প্রদ্যোৎ ভট্টাচার্য, জেঠু বিদ্যুৎ ভট্টাচার্য।