অন্ধ বালকের ঢোল বাজানোকে কেন্দ্র করে আকর্ষণ তৈরি হয় মন্দির প্রাঙ্গণে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অন্ধ বালকের ঢোল বাজানোকে কেন্দ্র করে আকর্ষণ তৈরি হয় মন্দির প্রাঙ্গণে

রাহুল পাসোয়ান, কুলটিঃ পশ্চিম বর্ধমান জেলার কুলটি স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরে বৃহস্পতিবার রাতে হোলি উৎসব উপলক্ষ্যে এক ধার্মিক অনুষ্ঠান করা হয় । সেই অনুষ্ঠানে কুলটির বাসিন্দা সোনু শর্মার ১০ বছরের ছেলে পবন শর্মার ঢোল বাজানোই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। এই বিষয়ে তার বাবা সোনু শর্মা বলেন ছেলে তার জন্ম থেকে অন্ধ , বাড়িতে বাটি ও চামচ নিয়ে বাজাতে শিখে। আজ এলাকার ছোট ছোট ধার্মিক অনুষ্ঠানে ঢোল বাজাচ্ছে , মন্দির প্রাঙ্গণে তার ঢোল বাজানো দেখে খুশি প্রকাশ করেছেন বাবা সোনু শর্মা ।