পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে হলে সবার আগে এই রাজ্যপালকে পরিবর্তন করা উচিত- সিভি বোসকে কড়া নিশানা হিরণের
রবি ঠাকুরের জন্মদিনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন 'মহারাজ'
মুর্শিদাবাদের হিংসার জের ! অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এবার মুখ খুললেন সাংসদ খলিলুর রহমান !
তুমি অধম হইলে, আমি উত্তম হইব না কেন!, দিলীপ প্রসঙ্গে বার্তা দিতে গিয়ে সোজা মন্তব্য হিরণের
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গ্রেপ্তার ১৫০, মোতায়েন অতিরিক্ত পুলিশ ! দেখে নিন পশ্চিমবঙ্গ পুলিশের বড় আপডেট
আমরা রাষ্ট্রপতি শাসন চাই ! মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতিতে সরব স্থানীয় বাসিন্দারা
জ্বলছে মুর্শিদাবাদ, তবে দুর্গাপুরে হনুমান জয়ন্তীতে ভিন্ন মাত্রা পেল সম্প্রীতি- মন স্পর্শ করবে আপনাদেরও
টার্গেট করা হচ্ছে হিন্দুদের ! এবার তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করলেন শেহজাদ পুনাওয়ালা

এবার বাড়িতেই করুন পদ্ম ফুলের চাষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার বাড়িতেই করুন পদ্ম ফুলের চাষ

নিজস্ব সংবাদদাতাঃ
অনেকেই বাড়িকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চান। তাই বাড়িতেই এবার চাষ করা যাক পদ্মফুল। কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই আপনি ছাদ বাগানে খুব সুন্দর করে চাষ করতে পারবেন পদ্মফুল। প্রথমেই কোনও নার্সারি থেকে বীজ সংগ্রহ করতে হবে। যদি নার্সারি থেকে পদ্ম ফুলের বীজ না পান তাহলে অনলাইনে বীজ দেখতে পারেন। বীজ থেকে চারা বের করার জন্য কয়েকটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। বীজের দু’টি অংশ থাকে। একটি ছুঁচালো দিক এবং একটি গোল দিক। উল্টো দিকের অংশটিকে কোনো শিরিষ কাগজ বা সিমেন্টের দেওয়ালে ঘষতে হবে। এবার একটি ছোট পাত্রের মধ্যে ভাল করে জল দিয়ে বীজ দিয়ে দিতে হবে। যেই বীজ ডুবে যাবে সেই বীজ থেকে অঙ্কুরোদগম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার একটি বড় আকারের সিমেন্টের পাত্র জোগাড় করতে হবে। এই গাছের জন্য প্রয়োজন এঁটেল মাটি। এঁটেল মাটির সঙ্গে ভালো করে জৈব সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। ছোট পাত্রের মধ্যে বীজ জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। মোটামুটি দুই তিনদিন পর থেকেই বড় অঙ্কুরোদগম হয়ে যাবে এবং আস্তে আস্তে দু’একটা পাতা বেরিয়ে যাবে। এরপর একটি ছোট পাত্রের মধ্যে বীজগুলোকে মাটির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সেই ছোট পাত্রটিকে একটি জলভর্তি ড্রামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আস্তে আস্তে পদ্মপাতা বেড়ে উঠবে। যদি সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে এর মধ্যে কতগুলি রঙিন মাছ দিতে পারেন। তাহলে এখানে মশা এবং অন্যান্য পোকার উপদ্রব ও থাকবে না। পদ্ম ফুলের জন্য পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের প্রয়োজন হয়। মাঝে মধ্যে জল পরিবর্তন করে দেওয়া যেতেই পারে। ঠিকমতো এইভাবে পরিচর্যা করতে পারলে এই গাছ বহু দিন বেঁচে থাকে। তবে একটি প্রাপ্তবয়স্ক গাছ থেকে ফুল পেতে ৬ মাস সময় লাগতে পারে।