নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রনের লক্ষণ সাধারণ জ্বর-সর্দির মত হলেও তাকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। রোগ-লক্ষণ দু দিনের বেশি থাকলেই চিকিৎসকের পরামর্শ নিন, অবশ্যই কোভিডের পরীক্ষা করান। ওমিক্রনের লক্ষণের সঙ্গে কোভিড লক্ষণের বেশ কিছু মিল রয়েছে। যদিও শ্বাসকষ্টের সমস্যা, অক্সিজেনের সমস্যা কমে যাওয়া এই রকম কোনও অভিযোগ আসেনি। কিন্তু বর্তমান একটি সমীক্ষায় উঠে এসেছে, ওমিক্রন আক্রান্তদের মধ্যে আরও দুটি নতুন লক্ষণ দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেকেরই জ্বর-সর্দির পাশাপাশি ঘামাচি এবং রাতে ঘাম হওয়ার মতো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।